ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে করোনা-উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৩ আগস্ট ২০২১

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. শাহ মো. এজাজ-উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে জেলায় করোনায় ২৪৪ জনের মৃত্যু হলো। অপরদিকে গত ১৯ দিনে করোনা উপসর্গ নিয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯২৫ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৬৩ জন। সক্রিয় রোগী ১ হাজার ১১৮ জন। এর মধ্যে ১০০ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মোট রোগী ভর্তি রয়েছেন ২১৫ জন।

এমদাদুল হক মিলন/এসজে/জেআইএম