ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে করোনায় প্রাণ গেল নির্বাচন কর্মকর্তার

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৩ আগস্ট ২০২১

করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান শাহিনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এবিএম সাইফুজ্জামান শাহিন নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। প্রায় ছয় মাস আগে ময়মনসিংহে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে যোগ দেন তিনি।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘গত ২৮ জুলাই জ্বরে আক্রান্ত হয়ে এবিএম সাইফুজ্জামান শাহীন মমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। ভর্তির পর নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। মঙ্গলবার সকালের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়ার ঘণ্টাখানেক পর তিনি মারা যান।’

বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনরা তার মরদেহ নিয়ে নেত্রকোনা আটপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক।

মঞ্জুরুল ইসলাম/এসজে/এএসএম