ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে করোনা ইউনিটের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৩ আগস্ট ২০২১

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সঙ্কট নিরসন ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনা ইউনিটের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও পরিচালনা করেন বাসদ বরিশাল জেলার সদস্য বিজন শিকদার।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার দফতর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সদস্য রিতা ব্যাপারী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেনের জন্য হাহাকার চলছে। হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় রিফিল করতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। একটি সিলিন্ডার পেতে রোগীদের ৬-৭ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। বরিশালে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে অক্সিজেনের সঙ্কট অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে বলে জানান বক্তারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

সাইফ আমীন/এএইচ/এএসএম