ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জের করোনা হাসপাতালে খালি নেই শয্যা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০২ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) ও সাধারণ বেডের একটিও খালি নেই। নতুন করে আসা রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সোমবার (২ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, করোনা পরীক্ষা করাতে আসা রোগীদের লাইন। অনেকেই চেষ্টা করছেন ভর্তির জন্য। কিন্তু সিট না পেয়ে ফেরত যেতে হচ্ছে তাদের।

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এক রোগীর স্বজন কুলসুম বেগম জানান, গত কয়েকদিন ধরেই তার মার শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা যায়। হঠাৎ তার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গেলে হাসপাতালে নিয়ে আসেন ভর্তি করানোর জন্য। কিন্তু এখানে এসে দেখেন কোনো সিট খালি নেই। তাই অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার বলেন, ‘আমাদের এখানে কোনো সিট খালি নেই। এখন যারা চিকিৎসা নিতে আসছেন তাদের অবস্থা অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বন্দর, আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কোনো রোগী যদি স্বেচ্ছায় ঢাকা যেতে চান সে ব্যবস্থাও করে দেয়া হচ্ছে। তবে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিপূর্ণ হয়ে গেল শহরের জুডিশিয়াল ভবনেও অস্থায়ী করোনা ডেডিকেটেড হাসপাতাল স্থাপনের চিন্তা করা হচ্ছে।’

আবুল বাসার বলেন, ‘বেসরকারি দুটি মেডিকেল কলেজ ইউএস বাংলা এবং প্রো-অ্যাকটিভকেও প্রশাসনিকভাবে চিঠি দিয়ে রাখা হয়েছে প্রস্তুত থাকার জন্য। পরিস্থিতি বেশি খারাপ হলে সেখানেও রোগীরা চিকিৎসা নিতে পারবেন। সার্বিকভাবে নারায়ণগঞ্জের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। যারা নমুনা দিতে আসছেন তাদের মধ্যে ৩০ ভাগেরই করোনা পজিটিভ আসছে।’

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করোনা রোগীদের জন্য অক্সিজেনসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।’

এসজে/জেআইএম