সিলেটে রোববার থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট
পাঁচ দফা দাবিতে রোববার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান ধর্মঘটের ডাক দিয়েছে দুটি সংগঠন। শনিবার দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক ও পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন-জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের ইজু।
৫ দফা দাবির মধ্যে রয়েছে-সিলেট-তামাবিল-জাফলং-বিছনাকান্দি ও শ্রীপুর সড়ক থেকে বাঁশকল উচ্ছেদ, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, সিটি, পৌরসভা ও ইউনিয়ন ট্যাক্স বন্ধ, অতিরিক্ত টোল আদায় ও শ্রমিক নির্যাতন বন্ধ, কোম্পানীগঞ্জ-বিছনাকান্দি সড়কে ডাকাতি বন্ধ এবং গত ১৯ থেকে ২০ বছর ধরে রয়েলিটির নামে আত্মসাত কোটি টাকা ফেরত দেয়া।
সংবাদ সম্মেলনে জেলা ট্রাক ও পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া জাগো নিউজকে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘোষিত কর্মসূচি থেকে পিছু হটবেন না।
ছামির মাহমুদ/এমজেড/আরআইপি