ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা বিভাগে কমেছে মৃত্যু, শনাক্ত ১৩৭৩

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০১:১৮ পিএম, ০২ আগস্ট ২০২১

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে এক হাজার ৩৭৩ জনের।

সোমবার (২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১ আগস্ট) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোর ও মেহেরপুরে তিনজন করে; মাগুরা ও ঝিনাইদহে দুইজন করে; বাগেরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৯৫ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৪৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৯৪ জন।

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস