করোনা : ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে।একই সময়ে নতুন করে আরও ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন জেলায় সংক্রমণের হার ৪৫ দশমিক ৪৬ শতাংশ।
রোববার (১ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস থেকে পাওয়া প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার মারা যাওয়া পাঁচজনের মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় নবীনগর উপজেলার ৪০ বছর বয়সী একজন পুরুষ, সদর উপজেলায় নিজ বাড়িতে ৬২ বছর বয়সী একজন পুরুষ ও ৮০ বছর বয়সী একজন পুরুষ। এছাড়া সরাইল উপজেলায় ৭০ বছর বয়সী একজন পুরুষ ও কসবা উপজেলায় ৬৫ বছর বয়সী একজন নারী রয়েছেন।
ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পিসিআর ল্যাব এবং ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবে মোট ৫৯৯টি নমুনা পরীক্ষা করে নতুন আরও ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, নাসিরনগরে ৪ জন, সরাইলে ২১ জন, আশুগঞ্জে ৪১ জন, নবীনগরে ৫৫ জন, আখাউড়া ৭ জন এবং কসবা উপজেলায় ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে মোট সাত হাজার ৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চার হাজার ৭৩১ জন ভাইরাস থেকে সুস্থ হয়েছে।
জেলায় এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৯ হাজার ৯৮১ জনের। এর মধ্যে ৪৮ হাজার ৭০৭ জনের নমুনা পরীক্ষা করে সর্বমোট সাত হাজার ৯২৭ জন আক্রান্ত হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এআরএ/এমএস