লক্ষ্মীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম ভাদুর গ্রামের দেওয়ান বাড়িতে ব্যবসায়ী মাসুদ আহমেদের ঘরে শনিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছেন বলে ব্যবসায়ীদের অভিযোগ।
এসময় ওই পরিবারের তিন ভাইয়ের হাত-পা বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শনিবার বিকেল পর্যন্ত লুন্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্য মতে, ১৮-২০ জনের একদল ডাকাত রাত ২টার দিকে রাতে বিল্ডিংয়ের কলাপসিবল গেইটের তালা কেটে ভেতরে ঢোকে। এসময় কয়েকজন মুখোশধারী ছিলেন। বিল্ডিংয়ের বাইরে ১০-১২ জন দাঁড়ানো ছিলেন। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করা হয়।
এসময় মাসুদের ভাই সৌদি ফেরত আকবর হোসেন মিল্লাত, আনোয়ার হোসেন জোসেদ ও স্থানীয় সোনাপুর বাজারের মুদি ব্যবসায়ী হুমায়ুন কবির শামিমকে বেঁধে মারধর করা হয়। ডাকাতরা ৩২ ভরি স্বর্ণ, এক লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মাসুদ আহমেদ জাগো নিউজকে জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। ডাকাতরা অস্ত্রের মুখে ঘণ্টাব্যাপী ঘরে মালামাল তছনছ করে স্বর্ণ ও টাকাসহ মালামাল লুটে নেয়। বর্তমানে পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছেন বলে জানান।
এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জাগো নিউজকে বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। এ ঘটনার জড়িতদের আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান চলছে।
কাজল কায়েস/এমজেড/আরআইপি