ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে করোনা-উপসর্গে ৮ জনের প্রাণহানি

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০১ আগস্ট ২০২১

করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় যশোরে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৬ জন।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ রোববার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে সাতজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও জিন এক্সপার্টের মাধ্যমে ছয়জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের এবং এন্টিজেন টেস্টে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে খুলনা মেডিকেল কলেজে ছয়জনের নমুনা পরীক্ষা করা হলেও কোনো পজিটিভ রোগী পাওয়া যায়নি।

শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের হার প্রায় ২০ ভাগ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫১ জন। জেলায় মোট শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮২৩ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৪ হাজার ২৭২ জন।

এদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, যশোর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১২৭ জন। এর মধ্যে করোনার রেড জোনে ১০০ জন এবং ইয়েলো জোনে ২৭ জন রোগী ভর্তি রয়েছেন।

মিলন রহমান/এআরএ/এমএস