ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় করোনা-উপসর্গে ঝরল আরও ১৮ প্রাণ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ১০:২৪ এএম, ০১ আগস্ট ২০২১

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (১ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩৩ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৯৬ জন, কুমারখালীতে আটজন, দৌলতপুরে ৩১ জন, ভেড়ামারায় চারজন, মিরপুরে ২৯ জন ও খোকসায় ১৩ জন।

মো. মেজবাউল আলম বলেন, হাসপাতালে বর্তমানে ২৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনায় ১৯১ জন ও উপসর্গে ভর্তি রয়েছেন ৫২ জন।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৪১৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৯৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৪ জন।

আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস