ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে করোনায় আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩৬

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৮:৫০ এএম, ০১ আগস্ট ২০২১

চাঁদপুরে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৫১ জনে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৪৩ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৬৮ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জুলাই) মোট ৭৫৯টি নমুনা পরীক্ষায় ৩৩৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১৯ জন, হাজীগঞ্জে ২৬ জন, কচুয়ায় ২৩ জন, ফরিদগঞ্জে ৪৪ জন, হাইমচরে ৩৮ জন, শাহরাস্তিতে ৬২ জন, মতলব উত্তরে ১২ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ১২ জন।

জেলায় এখন পর্যন্ত রিপোর্ট এসেছে ৪২ হাজার ৭১১টি। যার মধ্যে পজিটিভ এসেছে ৯ হাজার ৮৩২টি এবং নেগেটিভ এসেছে ৩২ হাজার ৮৭৯টি রিপোর্ট।

জেলায় মোট আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে চার হাজার ২৯০, ফরিদগঞ্জে এক হাজার ১৩০, মতলব দক্ষিণে ৮১৬, শাহরাস্তিতে ১১৭৮, হাজীগঞ্জে ৯৮৯, হাইমচরে ৫০৯, মতলব উত্তর ৫৩৫ ও কচুয়ায় ৪০৪ জন।

জেলায় মৃত্যুবরণকারী মোট ১৬৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬৩, ফরিদগঞ্জে ২৭, মতলব দক্ষিণে ১০, শাহরাস্তিতে ১৯, হাজীগঞ্জে ২৪, হাইমচরে চার, মতলব উত্তরে ১৩ ও কচুয়ায় আটজন।

করোনার সংক্রমণ বিষয়ে ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, করোনা সংক্রমণ রোধ একমাত্র মানুষ সচেতন হলেই সম্ভব। যতদিন মানুষ সচেতন না হবে ততদিন আক্রান্তের হার কমবে না।

নজরুল ইসলাম আতিক/বিএ/এমকেএইচ