হাসপাতাল ভবন থেকে লাফ দিয়ে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন চিকিৎসাধীন এক নারী করোনা রোগী।
শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পজিটিভ বিউটি বেগম গত ১১ দিন ধরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দ্বিতীয় তলায় চিকিৎসাধীন। এ ঘটনায় তার ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে এবং মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। পরে তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
আহতের শাশুড়ি জানান, ১১ দিন ধরে তার পুত্রবধূকে নিয়ে তিনি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আছেন। পারিবারিকভাবে কোনো সমস্যা তাদের নেই। ঘটনার সময় তার পুত্রবধূকে বিছানায় রেখে বাথরুমে যান। ফিরে এসে এ ঘটনা শুনতে পান।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. রায়হান মোহাম্মদ ওমর ফারুক রূপক বলেন, ‘আমি যতটুকু জানি সে করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো ছিল। তবে করোনার তো বিভিন্ন ইফেক্ট থাকতে পারে। হয়তোবা সে থেকেও এমনটা করতে পারে। আমি তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করেছি।’
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘আহত নারী করোনা পজিটিভ অবস্থায় আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় তার পায়ের গোড়ালি পুরোপুরি ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।’
নজরুল ইসলাম আতিক/এসজে/এমএস