ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে করোনায় আরও ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১২:৪৫ এএম, ৩১ জুলাই ২০২১

নোয়াখালীতে করোনায় আরও চার জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতরা হাতিয়া, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত করোনায় জেলায় মোট মৃত্যু হয়েছে ১৮৪ জনের।

শুক্রবার (৩০ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যুর পাশাপাশি নতুন করে ২২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৭৮ শতাংশ। এতে করে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৮১২ জনে পৌঁছাল।

নতুন শনাক্তদের মধ্যে নোয়াখালী সদরে ৫৬ জন, সূবর্ণচরে ১০ জন, হাতিয়ায় চারজন, বেগমগঞ্জে ৩৭ জন, সোনাইমুড়ীতে ১৭ জন, চাটখিলে ১৮ জন, সেনবাগে ২১ জন, কোম্পানীগঞ্জে ২২ জন ও কবিরহাটে ৩৬ জন রয়েছেন।

এদিকে জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ছয় হাজার ১৮ জন। এর মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা ৯০ জন।

অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, শুক্রবার (৩০ জুলাই) জেলাব্যাপী লকডাউনে অমান্য করায় ৭৭ জনকে ৭২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর