করোনায় স্ত্রীর মৃত্যু, ২৪ ঘণ্টার মধ্যে উপসর্গে মারা গেলেন স্বামীও
নোয়াখালী সেনবাগে করোনা আক্রান্ত হয়ে শাহনাজ বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে স্বামী আবদুল মতিনও (৫৮) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
উপজেলায় ৮ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামে স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনায় পাঁচ সন্তানসহ পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে জেলা কোভিড-১৯ হাসপাতালে বুধবার (২৮ জুলাই) রাত ১২টায় মারা যান শাহনাজ বেগম। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে তাকে দাফন করা হয়।
পরে করোনা উপসর্গ নিয়ে স্বামী আবদুল মতিন অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে ঢাকা নেয়ার পথে তিনিও মারা যান। শুক্রবার (৩০ জুলাই) সকালে তাকেও দাফন করা হয়।
মতিন-শাহনাজ দম্পতির চার ছেলে ও এক মেয়ে। তাদের বড় দুই ছেলে মাসুদুর রহমান সৌদি আরব ও আবদুল্লাহ আল-মামুন ইরাক প্রবাসী। অপর ছেলে মো. রিয়াজ হোসেন বলেন, ‘আব্বু-আম্মু এত আগে চলে যাবে তা স্বপ্নেও ভাবিনি।’
সেনবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. খোরশেদ আলম বলেন, ‘২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
ইকবাল হোসেন মজনু/এমআরআর