কুমিল্লায় করোনায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৭১৬
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও দশজন পুরুষ। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭১৬ জন।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৪ জনে। আক্রান্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।
ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দাউদকান্দিতে তিন, কুমিল্লা সিটি করপোরেশন, লালমাই ও বরুড়া উপজেলায় দুইজন করে এবং চান্দিনা, নাঙ্গলকোট ও মুরাদনগর উপজেলায় একজন করে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১১ জনে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম