ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা-উপসর্গে চুয়াডাঙ্গায় আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১২:০১ পিএম, ৩০ জুলাই ২০২১

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে আরও চারজনের মারা যান।

শুক্রবার (৩০ জুলাই) সকালে জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৫৯ টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ২১ জন, আলমডাঙ্গার ১১ জন, দামুড়হুদার পাঁচজন ও জীবননগরের ছয়জন।’

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ৯১৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছে এক হাজার ৮২৪ জন ও হাসপাতালে আছেন ৯১ জন।

জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ৯৯৪ জনে দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন হাজার ৯০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১৯৬ জন।

জেলায় মোট ২২ হাজার ২৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৮৮৭ জনের নমুনা ফলাফল পাওয়া গেছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস