ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনার তিন হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১০:৪৭ এএম, ৩০ জুলাই ২০২১

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসল ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার কয়রার আফসার গাজী (৬০), তেরখাদার মরিয়াম (৭৪) ও চুয়াডাঙ্গা সদরের গিয়াস উদ্দিন (৯০)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন। এর মধ্যে রেড জোনে ৫১ জন, ইয়েলো জোনে ৪৫ জন ও আইসিইউতে ২০ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, ‘গত ২৪ ঘণ্টয় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা নগরীর শামসুর রহমান রোডের মনোয়ারা বেগম (৬৭) ও বাগেরহাট মোড়েলগঞ্জের দেলোয়ার হোসেন (৭০)। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছেন ৪১ জন।’

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার বয়রা রায়ের মহল এলাকার শেখ আব্দুস সবুর (৭৫), ঝিনাইদহের কালিগঞ্জের একতারপুরের লুৎফর রহমান (৯০) ও ঝিনাইদহ কোটচাঁদপুরের মো. আনসার উদ্দিন (৮০)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৬৮ জন। গত ২৪ ঘণ্টয় নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।’

আলমগীর হান্নান/আরএইচ/এমএস