ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় মারা গেলেন জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৯ জুলাই ২০২১

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন উত্তর) প্রকৌশলী কে এ এম শামসুল আলম শাহীন (৫৯)।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাতে সিলেট নগরের আখালিয়াস্থ বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃতের পরিবার সূত্র জানায়, করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ১৫ জুলাই মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয় শামসুল আলম শাহীনকে। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সরকারি এই কর্মকর্তার ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ে।

মাউন্ট এডোরা হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শামসুল আলমের অবস্থার অবনতি হলে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বুধবার রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ছামির মাহমুদ/এসআর/এএসএম