ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পামেক পিসিআর ল্যাবে উদ্বোধনী দিনের পরীক্ষায় সবাই নেগেটিভ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৯ জুলাই ২০২১

পাবনা মেডিকেল কলেজে (পামেক) স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে উদ্বোধনী দিনে করোনা নমুনা পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে।

বুধবার (২৮ জুলাই) দুপুর দেড়টায় পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসেবে ল্যাবে নিজের করোনার নমুনা দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার সঙ্গে আরও ১৪ জন করোনা পরীক্ষার নমুনা দেন। বিকেল সাড়ে ৫টার দিকে সবার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

পাবনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।

পামেক অধ্যক্ষ ডা. বুলবুল হাসান বৃহস্পতিবার (২৯ জুলাই) জানান, সারাদেশে ২০টি মেডিকেল কলেজ হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। এগুলোর মধ্যে পাবনার এই ল্যাবটি প্রথম চালু হলো।

তিনি বলেন, আরটি-পিসিআর ল্যাবগুলোর জন্য জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। সীমিত জনবল দিয়ে কাজ চালু রয়েছে। এই পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ৯৬ জনের নমুনা পরীক্ষা করা যাবে। তবে লোকবল বৃদ্ধি করা হলে আরও বেশি নমুনা পরীক্ষা যাবে।

সরকারিভাবে জনবল নিয়োগ হওয়ার আগে পর্যন্ত পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত আর্থিক সহায়তা নিয়ে জনবলের বেতন নির্বাহ করা হবে বলেও জানান পামেক অধ্যক্ষ।

আমিন ইসলাম/এসআর/জেআইএম