চাঁদপুরে বিধিনিষেধেও চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তরে কঠোর বিধিনিষেধ অমান্য করে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৮ জুলাই) বিকেলে জহিরাবাদ ইউনিয়নবাসীর ব্যানারে নাওভাঙা জয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জানা যায়, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম রেজাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ইউনিয়নের শতশত নারী-পুরুষ একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নেন।
এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, গণজমায়েত বন্ধে পরিশ্রম করে যাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তারা। ইতোমধ্যে জেলা প্রশাসন-উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের অনেকেই সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। তারপরও কিছু মানুষের অসচেতনতা কারণে এই ধরনের জামায়াতের বিষয়টিকে দুঃখজনক।
তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খতিয়ে দেখার জন্য বলব। এই ধরনের কোনো মানববন্ধন ও গণজামায়েত যাতে ভবিষ্যতে না হয় সে ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই (শনিবার) বিকেলে জহিরাবাদ ইউনিয়নের মেঘনা নদীতে ডাকাতির সময় একটি স্পিডবোট জব্দ করে চেয়ারম্যানসহ এলাকাবাসী। পর দিন স্পিডবোর্টের মালিক আব্দুল মতিন কাজি চেয়ারম্যান ও তার লোকজন মিলে চুরি করে স্পিডবোর্টটি আটকে রেখেছে মর্মে মামলা করেন। মামলায় সেলিম গাজীকে প্রধান আসামি করে ১২ জনের নামে নাম দেয়া হয়।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমকেএইচ