ময়মনসিংহে সর্বোচ্চ শনাক্তের দিনে চারজনের মৃত্যু
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সদর উপজেলা, ফুলপুর, তারাকান্দা ও মুক্তাগাছায় একজন করে মারা গেছেন।
এদিকে, জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৫৮ জন। যা জেলায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এদিন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ।
বুধবার (২৯ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৬৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৫৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২০৬ জন, নান্দাইলে ২৩, ঈশ্বরগঞ্জে ১৭, গৌরীপুরে ৩৬, মুক্তাগাছায় ৪৮, ফুলবাড়ীয়ায় ১৪, গফরগাঁওয়ে ২৩, ভালুকায় ২২, ত্রিশালে ১৪, তারাকান্দায় ছয়, হালুয়াঘাটে ২৪, ধোবাউড়ায় চার, ফুলপুরে ২১ জন।
মঞ্জুরুল ইসলাম/এএএইচ