ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৮ জুলাই ২০২১

রাজশাহীর গোদাগাড়ীতে বাকি টাকা চাওয়ায় রুহুল আমিন (৪৫) নামে বিকাশের এক এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন দেনাদার। এ সময় তার দুই হাতের রগও কেটে দেয়া হয়।

এ ঘটনায় বুধবার (২৮ জুলাই) সকালে আহত রুহুল আমিনের ভাই আবদুল হান্নান বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করেছেন।

এর আগে, মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসাও করেন। মো. রুবেল (৩৩) নামের এক ব্যক্তি প্রায় বিকাশে টাকা পাঠাতেন তার কাছে থেকে। কয়েকদফা টাকা পাঠানোয় ২ লাখ ৩৮ হাজার টাকা বাকি হলেও রুবেল তা পরিশোধ করছিলেন না। বাকির অর্থ পরিশোধের জন্য তাকে চাপ দেন রুহুল।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টাকা দেয়ার কথা বলে দেনাদার রুবেল রুহুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রুহুল আমিন বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন রুবেল। এতে দোকানি রুহুল মাটিতে লুটিয়ে পড়েন। তার দুই হাতের রগও কেটে দেন রুবেল। রুহুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রুবেল চাপাতি ফেলে পালিয়ে যান।

রুহুলের স্ত্রী সাগরী বেগম জানান, ‘প্রতিবেশীরা তার স্বামীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আমার স্বামীর মাথায় চাপাতি দিয়ে আঘাত করা হয়। তার দুই হাতের রগও কেটে দেয় রুবেল।’

অভিযুক্ত রুবেল গোদাগাড়ী পৌরসভার কাউন্সিলর মনিরুল ইসলাম মনিরের শ্যালক। এ বিষয়ে মনির বলেন, ‘রুবেল অনলাইনে জুয়া খেলত বলে শুনেছি। জুয়ার টাকা সে বিকাশে পরিশোধ করত। এই টাকা না দেয়ায় দোকানি রুহুল তাকে কটু কথা বলায় তার ওপর হামলা করে বলে শুনেছি।’

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার এ ধরনের একটি ঘটনা ঘটে। কী নিয়ে এই ঘটনার সূত্রপাত তা তদন্তের পরই স্পষ্ট করে বলা যাবে। তবে ঘটনার পর গোদাগাড়ী থানার একটি ফোর্স ঘটনাস্থল থেকে একটা চাপাতি ও রক্তমাখা শার্ট জব্দ করেছে।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে থানায় মামলাও হয়েছে। আসামি পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলমান রয়েছে।’

ফয়সাল আহমেদ/এসজে/এমএস