ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জেএমবি কমান্ডার মাসুদের আরো এক সহযোগী আটক

প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানার অপর এক সহযোগী খয়বর হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা উপজেলার পশুয়া হাতীবান্ধা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এতদিন বিষয়টি গোপন রেখে শুক্রবার তা প্রকাশ করা হয়।
 
খয়বরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, খয়বর হোসেন পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের পশ্চিম সুন্দর খুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেএমবির পীরগাছা ইউনিট কমান্ডার।  

এর আগে গত ২ ডিসেম্বর রাতে জেএমবি নেতা মাসুদ রানাকে ৫৪টি গ্রেনেড তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। পরে মাসুদ রানার স্বীকারোক্তি অনুযায়ী পীরগাছা থানার পশুয়া হাতীবান্ধা গ্রাম থেকে তার অপর সহযোগী খয়বর হোসেনকে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করে বিষ্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জেল হাজতে পাঠানো হয়। এর আগে ৭ ডিসেম্বর  জেএমবি সদস্য ও রানার অপর এক সহযোগী ইসাহাক আলীকে গ্রেফতার করে গত ৮ ডিসেম্বর কুনিও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

ওসি আরো জানান, মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে গত ৩ অক্টোবর হোশি কুনিওকে গুলি করে হত্যা, ১০ নভেম্বর কাউনিয়ার চৈতার মোড় এলাকার মাজারের খাদেম রহমত আলীকে কুপিয়ে হত্যা এবং ৮ নভেম্বর বাহাই সম্প্রদায়ের নেতা ও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিনকে গুলি করে হত্যার চেষ্টায় জড়িত থাকার কথাও স্বীকার করেন। ধারণা করা হচ্ছে খয়বর মাজারের খাদেম ও হোশি কুনিও হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।

হোশি কুনিও হত্যাকাণ্ডের ঘটনায় খয়বরকে গ্রেফতার দেখানো হয়েছে কি না? এ ব্যাপারে জানতে শুক্রবার রাতে হোশি কুনিও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, মাসুদ রানার সহযোগী খয়বর হোসেনকে আটকের বিষয়ে তিনি অবগত নন।

জিতু কবীর/একে