দিনাজপুরে করোনা-উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৯ জন।
বুধবার (২৭ জুলাই) সকালে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক বিষয়টি নিশ্চিত করনে।
তিনি জানান, মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা থেকে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র মিলে করোনা পজিটিভ ১১২ এবং উপসর্গ নিয়ে ১২০ জন চিকিৎসা নিচ্ছেন।
এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম