ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় যানবাহনে গণডাকাতি : মালামাল লুট

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:২১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

কুমিল্লায় সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল লুটে নিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে জেলার বরুড়া উপজেলার লাইজলা এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, জেলার বরুড়া উপজেলার লাইজলা নামকস্থানে বৃহস্পতিবার রাত প্রায় ১১টা থেকে ১২টা পর্যন্ত ২০-২৫ জনের সশস্ত্র ডাকাতদল ওই সড়কে ব্যারিকেড দেয়। এসময় ওই সড়কে চলাচলকারী বাস, পিকআপ ও সিএনজিসহ কমপক্ষে ১০টি যানবাহনে ডাকাতি সংঘটিত করে।

ডাকাত কবলিত বলাকা নামক বাসের চালক সেলিম জানান, কুমিল্লা থেকে বরুড়া যাওয়ার পথে লাইজলা এলাকায় সড়কে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতরা বাসে ওঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৪০ জন যাত্রীকে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। ওই বাসের যাত্রী বরুড়া উপজেলার রাজামারা মাদরাসার অধ্যক্ষ মফিজুল ইসলাম, ছাত্র আলমসহ কয়েকজন জানান, বাসটি লাইজলা এলাকায় পৌঁছার পর ডাকাতরা এর গতিরোধ করে। যাত্রীরা কোন কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দেখিয়ে ডাকাতদল তাদের মোবাইল ফোনসহ টাকা লুটে নিয়েছে। এছাড়া অন্যান্য যাত্রীদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। বাসযাত্রী মাছ ব্যবসায়ী শাহ আলম জানান, তার মাছ বিক্রির ৭০ হাজার টাকা, সালমানের ২০ হাজার টাকাসহ মোজাম্মেল, আল আমিন, কায়েসের মোবাইল ফোন, নগদ টাকা ও মালামাল ডাকাতরা নিয়ে গেছে। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় বরুড়া থানা পুলিশের ওসি নাসির উদ্দিন মৃধা জানান, একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি, তবে এ বিষয়ে কেউ থানায় মামলা করেনি। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

কামাল উদ্দিন/এমএএস/এমএস