অক্সিজেনের অভাবে নারীর মৃত্যুর অভিযোগ, করোনা হাসপাতালে ভাঙচুর
অক্সিজেনের অভাবে সাজেদা আক্তার (৪২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ তুলে নোয়াখালীর করোনা হাসপাতালে হামলা ও ভাঙচুর করেছেন রোগীর স্বজনরা।
মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১ টায় জেলার ১২০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়ামে) এ ঘটনা ঘটে।
মৃত সাজেদা আক্তার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের নূর মো. সুজনের স্ত্রী। তিনি গত ১৩ জুলাই এ হাসপাতালে ভর্তি হয়ে মঙ্গলবার সকালে মারা যান।
খবর পেয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, ‘নিহতের স্বজনদের অভিযোগ মঙ্গলবার সকালে দেড় ঘণ্টা হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। তারা বাহিরে থেকে অক্সিজেন নিয়ে আসলেও ডাক্তারের অদক্ষতায় রোগীর মৃত্যু হয়েছে।’
তবে করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নিরুপম দাশ হাসপাতালে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক ছিল দাবি করে বলেন, ‘অক্সিজেন বন্ধ থাকলে আরও রোগীর সমস্যা হতো। কিন্তু নিহতের স্বজনরা না বুঝে হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি ভাঙচুর করেছেন।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘১৪ দিন ধরে রোগীটি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। মারা যাওয়ার পর স্বজনদের মধ্য উত্তেজনা দেখা দেয়। পরে বুঝিয়ে মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।’
এখন পর্যন্ত এ হাসপাতালে ১০১ জন ভর্তি আছেন। এর মধ্যে ২৫ জন গুরুতর অসুস্থ। গত ২৪ ঘণ্টায় এখানে তিনজন রোগী মারা গেছেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস