ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শহরে ছড়িয়ে পড়ছে নোয়াখালীর করোনা ডেডিকেটেড হাসপাতালের বর্জ্য

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৭ জুলাই ২০২১

নোয়াখালীর ১২০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালের (শহীদ ভুলু স্টেডিয়াম) বর্জ্য অপসারণ না হওয়ায় কুকুর-বিড়ালসহ বিভিন্ন পশুর মাধ্যমে ছড়িয়ে পড়ছে গোটা শহরে।

মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টায় সরেজমিনে হাসপাতালের সামনের ভাগাড়ে কয়েকটি গরু বর্জ্য ছড়াতে দেখা গেছে।

শাহরিয়ার নামে মাইজদীর এক ফার্মেসির ব্যবসায়ী বলেন, ‘হাসপাতালের বর্জ্যগুলো প্রায়ই শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।’

এ বিষয়ে কোভিড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নিরুপম দাশ বলেন, ‘বর্জ্যগুলো পৌর কর্তৃপক্ষের অপসারণ করার কথা। কিন্তু সময়মতো অপসারণ না হওয়ায় এমনটি হচ্ছে।’

নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল জাগো নিউজকে বলেন, ‘কোভিড-১৯ হাসপাতালসহ সকল হাসপাতালের বর্জ্য ‘স্মরণ’ নামে একটি এনজিও অপসারণ করে। বিষয়টি আমি দেখছি।’

তবে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘বিষয়টি হাসপাতালের ইনচার্জ তদারকি করার কথা। আমি এখনি ব্যবস্থা নিচ্ছি।’

সর্বশেষ তথ্য অনুযায়ী নোয়াখালী করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০১ জন করোনা রোগী ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২২১ জনের মধ্যে নোয়াখালী সদরের ১০৪ জন, কোম্পানীগঞ্জের ৪৯ জন, বেগমগঞ্জের ২৬ জন, চাটখিলের ১৮ জন, সোনাইমুড়ির ১৬ জন, হাতিয়ার চারজন, সূবর্ণচরের একজন, কবিরহাটের তিনজন।

জেলায় মোট শনাক্ত ১৪ হাজার ৮৫২ জন। আক্রান্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু ১৭৭ জন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম