তাড়াইলে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলায় বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাজমুল হুদা (১৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নাজমুল ইউনিয়নের দেওথান গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার বিকেলে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। সন্ধ্যার পর ঘোষপাড়া মোড়ে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় প্রতিপক্ষের লোকজন নাজমুল হুদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ঘটনায় তাড়াইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত নাজমুলের বাবা জানান, নাজমুল হুদা ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন। গেল ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন। চলমান লকডাউনের কারণে ঢাকায় যেতে পারেনি।
বিজ্ঞাপন
তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার জানান, আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নূর মোহাম্মদ/জেএইচ/এএসএম
বিজ্ঞাপন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাওনা টাকার জন্য তালা লাগিয়ে দিলো বাড়িতে, উদ্ধার করলো পুলিশ
- ২ যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে আছে
- ৩ পদ্মা পাড়ে ব্যাটারি রিসাইকেলিং কারখানা, লাখ টাকা জরিমানা
- ৪ পরিকল্পনা করে কুপিয়ে হত্যা করা হয় বিএনপি কর্মীকে
- ৫ নির্বাচন-বিচার যত দেরি হবে আওয়ামী লীগ ততই সুযোগ পাবে: প্রিন্স