ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ১৬৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৬ জুলাই ২০২১

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে ৪৩৫টি নমুনা পরীক্ষায় ১৬৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে করোনায় তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৬ জন।

সোমবার (২৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ড. আবদুল গফফার এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়। এছাড়া রামগঞ্জের ২৮ জন, রামগতির ৯ জন, রায়পুরের ৩১ জন ও কমলনগরে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৭৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছেন। হাসপাতাল ও হোম আইসোলেশনে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে তিনজন সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত করোনায় ৬৯ জন মারা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা রোগীদের সেবায় ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তিনটি আইসিইউ বেড, পাঁচটি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা রয়েছে। এছাড়া ২০টি অক্সিজেন কনসেনট্রেটরের মধ্যে সদর হাসপাতালে সাতটি, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি, কমলনগরে দুটি, রায়পুরে দুটি, রামগতিতে দুটি ও সিভিল সার্জনের অফিস স্টোরে পাঁচটি রয়েছে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ড. আবদুল গফফার বলেন, ‘রোগীর আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ২৪ ঘণ্টায় ১৬৯ জন আক্রান্ত ও তিন জনের মৃত্যু এ জেলার জন্য বিপজ্জনক।’

কাজল কায়েস/এসজে/এমকেএইচ