ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বিদ্যুতের তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৬ জুলাই ২০২১

কুমিল্লার চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পাঁচটি গরু মারা গেছে।

সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুতের মিয়াবাজার জোনাল অফিসের এজিএম মশিউল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত গরুর মালিক ফরিদ মজুমদার (৬৫) জানান, প্রতিদিনের মতো গরুগুলো নিয়ে মাঠে যাচ্ছিলেন। পল্লী বিদ্যুতের একটি খুঁটির নিচে আগে থেকে ছিঁড়ে পড়া তারে জড়িয়ে পাঁচটি গরু মুহূর্তেই মারা যায়। এ সময় প্রাণ বাঁচাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।

খবর পেয়ে কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার জাগো নিউজকে বলেন, পল্লী বিদ্যুতের খাম খেয়ালির জন্যই অসহায় কৃষক ফরিদ মিয়া মজুমদারের পাঁচটি গরু মারা যায়। তিনি পল্লী বিদ্যুতের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন।

পল্লী বিদ্যুত মিয়াবাজার জোনাল অফিসের এজিএম মশিউল আলম বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি খুঁটির উপর থেকে তার ছিঁড়ে মাটিতে পড়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে না জানানোর কারণে এ দুর্ঘনা ঘটেছে।

পল্লী বিদ্যুৎ কুমিল্লা অঞ্চলের জিএম মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম