ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে করোনায় আরও ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৫ জুলাই ২০২১

নোয়াখালীর করোনা ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়ামে) গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুলাই) দুপুর দেড়টায় হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃত চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। এ হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮০ জন। এর মধ্যে ৩৮ জন পুরুষ ও ৪২ জন নারী। এদের মধ্যে গুরুতর অসুস্থ রয়েছেন সাতজন।’

ডা. নিরুপম দাশ আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১১ ও মহিলা ছয়জন। পাঁচজন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছ। এছাড়া একজন পুরুষ রোগীকে অন্যত্র রেফার্ড ও একজন নারী রোগী পালিয়ে গেছেন।’

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমকেএইচ