নওগাঁয় ভটভটিচাপায় পথচারী নিহত
নওগাঁর মান্দায় ভটভটিচাপায় আব্দুল আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নওগাঁ- রাজশাহী মহাসড়কে সাতবাড়ীয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আলী জেলার মোহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলী সাতবাড়ীয়া বাজার নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় সুতিহাট থেকে ছেড়ে আসা একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে থানা পুলিশে সংবাদ দিলে মৃতদেহ উদ্ধার করা হয়।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জাগো নিউজকে জানান, সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
আব্বাস আলী/এমজেড/পিআর