ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুকে পোস্ট দিয়ে যাত্রী সংগ্রহ, ঢাকায় আসছে প্রাইভেটকার-মাইক্রো

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০১:০২ পিএম, ২৫ জুলাই ২০২১

সারাদেশের ন্যায় বরগুনাতেও চলছে সরকার ঘোষিত লকডাউন। এতে ঢাকা-বরগুনা মহাসড়কসহ আঞ্চলিক সড়কেও বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। গণপরিবহন বন্ধ থাকার সুযোগে অ্যাম্বুলেন্স, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রী পরিবহন করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে মাইক্রোবাস-প্রাইভেটকারের যাত্রী সংগ্রহ করছে একটি সিন্ডিকেট। যাত্রী প্রতি ২-৩ হাজার টাকা নেয়া হয়।এসব সিন্ডিকেটে স্থানীয় পরিবহন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা টাউনহল ব্রিজের মনসাতলি স্টান্ড, ক্রোক, স্টেডিয়ামসহ আরও বেশ কয়েকটি স্থান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস-প্রাইভেটকারে গাদাগাদি করে ঢাকার উদ্দেশে রওয়ানা দিচ্ছেন যাত্রীরা।

jagonews24

মাইক্রোবাসে ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে মাইক্রোবাস ছাড়া হচ্ছে ফেসবুকে এমন পোস্ট দেখে তাদের নম্বরে যোগাযোগ করি। তারা জানায় সকাল ৮টায় গাড়ি ছাড়বে। ঢাকায় আমার দোকান আছে। সেখানে জরুরি যেতে হবে। ফলে তিনগুণ বেশি ভাড়া দিয়েও যেতে হচ্ছে।’

আরেক যাত্রী বলেন, ‘কাজের জন্য ঢাকা যাচ্ছি, কাজ না করলে খাবো কি? এজন্য বেশি ভাড়া দিয়ে ঢাকায় রওনা হয়েছি। বাড়িতে বসে থাকলে তো আর খাবার জুটবেনা। তাই বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকায় যাচ্ছি।’

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা মহাসড়কে টহল দিচ্ছি। কোনো পরিবহন যাত্রী নিয়ে চলাচল করলেই আটক করা হবে।’

আরএইচ/জিকেএস