ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে টিকা নিয়েও করোনায় আক্রান্ত তিন চিকিৎসক

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৪ জুলাই ২০২১

সুনামগঞ্জে করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিয়েও তিন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব পালনকালে আরও চার নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম।

করোনায় আক্রান্ত চিকিৎসকরা হলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মন, হাসপাতালের বহির্বিভাগের মেডিকেল অফিসার ডা. জহরলাল দাশ শিপলু ও হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস।

আর আক্রান্ত নার্সরা হলেন, স্বপ্না হাগিদক, মাহমুদা আক্তার, খাদিজাতুল কোবরা ও ঝুউমি পিসিম। এদের মধ্যে খাদিজাতুল কোবরা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। অন্য তিনজন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই সুনামগঞ্জ সদর হাসপাতালের হাসপাতালের বহির্বিভাগের মেডিকেল অফিসার ডা. জহরলাল দাশ শিপলু করোনা পজিটিভ হন। এরপর ১৯ জুলাই করোনা পজিটিভ হন হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মন। পরেরদিন ২০ জুলাই হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাসেরও করোনা শনাক্ত হয়।

শুক্রবার (২৩ জুলাই) সুনামগঞ্জের সিভিল সার্জন ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় জেলায় ৪৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। তবে ঈদের আগে গত সপ্তাহে করোনা পজিটিভ রোগীর সংখ্যা আরও বেশি ছিল।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, ‘ঝুঁকিপূর্ণ সময়ে মানুষকে সেবা দিতে গিয়ে আমাদের চিকিৎসক ও নার্সরা করোনায় আক্রান্ত হচ্ছেন। মাঠ পর্যায়ে মানুষকে সচতেন করতে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। তারাও ঝুঁকিতে থেকে কাজ করছেন।’

লিপসন আহমেদ/এসএমএম/এএসএম