ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা : সাতক্ষীরায় প্রাণ গেল আরও ৪ জনের

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৪ জুলাই ২০২১

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে তিন নারীসহ আরও চার জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) জেলার করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মাহফুজা খাতুন (৪৫), একই উপজেলার কলবাড়ি গ্রামের সবেদ আলীর স্ত্রী নুরজাহান বেগম (৫৩) ও নেওয়াবেকী গ্রামের মৃত অহর মণ্ডলের ছেলে নিপেন্দ্র নাথ মণ্ডল (৬০) এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিনগর গ্রামের বরহান উদ্দিনের স্ত্রী নুরজাহান বেগম (৭০)।

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ‘মৃতরা সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৪ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘জেলায় বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ১১৯ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৮ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৫ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৯১ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২১০ জন।’

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ১৬৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৭৬ জন। করোনায় মারা গেছেন ৮২ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০২ জন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস