ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে দুই চিকিৎসকসহ চার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৪ জুলাই ২০২১

সুনামগঞ্জ সদর হাসপাতালের দুই চিকিৎসকসহ চার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় আক্রান্ত দুই চিকিৎসক হলেন- হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মণ ও জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস। তবে করোনা আক্রান্ত দুই সেবিকার নাম তাৎক্ষণিক জানা যায়নি।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘সবাই নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

হাসপাতালের সূত্র জানায়, অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মণ গত ১৯ জুলাই (সোমবার) করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্যদিকে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস ২০ জুলাই (বুধবার) করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনিও সুনামগঞ্জ শহরের নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস