কুমিল্লায় প্রার্থীতা ফিরে পেল ২৭ কাউন্সিলর
কুমিল্লার ৬ পৌরসভার ২৭ কাউন্সিলরের প্রার্থীতা বহাল করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আপিলের শুনানি শেষে তাদের প্রার্থীতা বহাল রাখা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৫ ও ৬ ডিসেম্বর জেলার ছয় পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ মেয়র প্রার্থী ও ৩৩ জন কাউন্সিলরসহ ৪১ জনের প্রার্থীতা বাতিল করা হয়। পরে প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য মেয়র ও কাউন্সিলরসহ ৩৮ জন আপিল করেন। বৃহস্পতিবার শুনানি শেষে ২৭ জন কাউন্সিলরের প্রার্থীতা বহাল রাখা হয়, তবে আপিল দায়েরকারী ৫ মেয়র ও ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল থাকে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলাম।
মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা: ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
- ২ ইসকনদের পেছনে দেশের বাইরের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৩ স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- ৪ চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার
- ৫ আওয়ামী লীগের ফেরা না ফেরা চূড়ান্ত হয়েছে ৫ আগস্ট: হাসনাত আবদুল্লাহ