ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিধিনিষেধেও ব্রাহ্মণবাড়িয়ায় বিলে দর্শনার্থীদের ভিড়

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৩ জুলাই ২০২১

একদিন আগে উদযাপিত হলো ঈদুল আজহা। ঈদের আমেজের মাঝেই করোনা সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় বিলের ওপর নতুন গড়ে ওঠা একটি রেস্টুরেন্টকে কেন্দ্র করে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মানা হয়নি সামাজিক দূরত্বও।

jagonews24

সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশলে আখাউড়া-পঞ্চবটি সড়কের দুপাশের জমিতে বর্ষার পানিতে পরিপূর্ণ। এই পানির ওপর গড়ে উঠেছে ‘বরিশল ক্যাফে রেস্টুরেন্ট’। শুক্রবার বিকেলে ওই এলাকায় দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। রেস্টুরেন্টে বসে ভ্রমণ করতে আসা মানুষ ফুচকা, চটপটি খাচ্ছেন। এছাড়া সড়কের ওপরও বসেছে চটপটি ও ফুচকার দোকান।

jagonews24

সেখানে বেড়াতে আসা খলিলুর রহমান নামের এক ব্যক্তি বলেন, ‘প্রতি ঈদের পর পরিবার নিয়ে ঘুরতে বের হই। কিন্তু ঈদের একদিন পরই লকডাউন দেয়া হয়েছে। পরিবারের সদস্যদের আবদারে এখানে বেড়াতে এসেছি।’

হাফিজ ভূইয়া নামের একজন বলেন, ‘আমি পেশায় ব্যবসায়ী। লকডাউনে দোকান বন্ধ রাখতে হচ্ছে। তাই একটু বিনোদনের জন্য বেড়াতে এসেছি।’

jagonews24

তবে বরিশল ক্যাফে রেস্টুরেন্টের কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি।

কঠোর বিধিনিষেধে মানুষের ঘুরার বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস