ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ত্রিশালে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক চান মিয়াকে (৪৫) রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানীখলা মধ্য ভাটিপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মচারীরা বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে সংযুক্ত গাছের ডাল ছাঁটাই করতে গেলে স্থানীয় বিএনপি নেতা ধানীখোলা মধ্য ভাটিপাড়ার ফজলুল হক তার গাছের ডাল কাটতে বাধা দেন।

খবর পেয়ে সমিতির পরিচালক আব্দুল আজিজের ছোট ভাই ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক চান মিয়া গাছের ডাল কাটতে বাধা না দিতে ফজলুল হককে অনুরোধ করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা চান মিয়াকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে প্রতিপক্ষরা। এতে আব্দুল আজিজ ও ভাতিজা পারভেজসহ ৩/৪ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদেরকে কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আতাউল করিম খোকন/বিএ