নীলফামারীতে করোনায় প্রাণ গেল আরও ৪ জনের
নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালে তিনজন ও সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- এ সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের জাহানারা বেগম (৭২), ডোমার উপজেলার চিকনমাটি বসতপাড়া গ্রামের হামিদুল ইসলাম (৬৫), একই উপজেলার পাঙ্গামটুকপুর মিস্ত্রিপাড়া গ্রামের সুধীর চন্দ্র রায় (৭৫) ও সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বেলাল হোসেন (৬০)।
ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৫ নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৬ জন করোনা পজিটিভ হন। এ সময়ে সুস্থ হয়েছেন ১৯ জন।’
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হন দুই হাজার ৯৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৩০ জন। জেলায় মৃত্যুবরণ করেছেন ৬০ জন।
জাহেদুল ইসলাম/আরএইচ/জিকেএস