করোনা : কুষ্টিয়ায় পৌর কাউন্সিলরসহ আরও ১২ জনের মৃত্যু
করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইসলাম শেখসহ (৪৫) আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
মো. মেজবাউল আলম বলেন, ‘কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৬ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৪৩ ভাগ।’
এদিকে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘গত ১৩ জুলাই (মঙ্গলবার) করোনা শনাক্ত হওয়ার পর থেকে মো. ইসলাম শেখ নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিয়ে আসছিলেন। বুধবার বেলা ১১টার দিকে সেখানে তিনি মারা যান।’
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বাদ এশা তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে কাউন্সিলর ইসলাম শেখের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীসহ পৌর কাউন্সিলরগণ শোক প্রকাশ করেছেন।
আল-মামুন সাগর/আরএইচ/এমএস