ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আচরণবিধি না মানায় ১১ প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:০১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

যশোরে আচরণবিধি ভঙের অভিযোগে মেয়রপ্রার্থীসহ ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জারি হওয়া নোটিশ বৃহস্পতিবার অভিযুক্তদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমিন জানান, নির্বাচনী আচরণবিধি ভঙের অভিযোগে একজন মেয়র প্রার্থী ও ১০ জন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশ প্রাপ্তি ২৪ ঘণ্টার মধ্যে জবাব না পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নোটিশ প্রাপ্তরা হলেন, যশোর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম কামরুজ্জামান চুন্নু এবং কাউন্সির প্রার্থীরা হলেন-২নং ওয়ার্ডের মহিউদ্দিন, তপন কুমার ঘোষ, ৫নং ওয়ার্ডের হাফিজুর রহমান, ৬নং ওয়ার্ডের আলমগীরর কবীর, ইউসুফ আলী, ৮নং ওয়ার্ডের সন্তোষ দত্ত, প্রদীপ কুমার নাথ বাবলু, সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১ এর রোকেয়া বেগম রুকি, অর্চনা অধিকারী ও ২নং ওয়ার্ডের সৈয়দা সামারাতুদ্দৌলা।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার সাবিনা ইয়াসিমন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, পৌরসভার নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ৮ (৮) এ, কোনো প্রার্থী বা প্রতিদ্বন্দ্বি প্রার্থী বা তাহার পক্ষে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচনী এলাকায় অবস্থিত দেয়াল এবং যানবাহনে পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল লাগাইতে পারিবেন না।

অথচ মৌখিকভাবে সতর্ক করা সত্ত্বেও প্রার্থীদের ছবিসহ পোস্টার পৌরসভার অভ্যন্তরে বিভিন্ন দেয়ালে লাগানো আছে। বিষয়টি রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হওয়ায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

মিলন রহমান/এআরএ/আরআইপি