ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষ

প্রকাশিত: ১০:৩২ এএম, ১৪ নভেম্বর ২০১৪

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শুত্রবার বেলা ১১ টার দিকে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সম্মেলনের শুরুতে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম ও সদর উপজেলার চেয়ারম্যান তারিকুজ্জামান মনিরের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা চেয়ার ছোঁড়াছুঁড়ি ও ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় সেখানে অংশ নিতে আসা অন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করে। এতে লাউকাঠি ইউনিয়ন আওয়ামী লীগনেতা মতি গাজীসহ অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ আওয়ামী লীগের দু`পক্ষের নেতাকর্মীদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহাবুব উল আলম হানিফ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ অনান্য নেতাকর্মীরা।