ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

প্রকাশিত: ১২:২৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

পিরোজপুরের নাজিরপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজারের পল্লী চিকিৎসক এসএম আজম আলীর ভুল চিকিৎসায় একই গ্রামের নিটুল শেখের স্ত্রী নাদিরা বেগম (৩০) গত বুধবার রাতে মারা যান।

তবে অভিযুক্ত ওই পল্লী চিকিৎসক জানান, তিনি ওই রোগীর অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নিতে বলেছেন। মৃতের স্বামী অভিযোগ করেন, ওই দিন বিকেলে তার স্ত্রী নাদিরা সন্তান প্রসাবের জন্য অসুস্থ হলে ওই পল্লী চিকিৎসককে ডাকা হয়। তিনি একটি ইনজেশেন দিলে কিছু সময়ের মধ্যে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে বেশ খানিকটা সময় গড়িয়ে গেলেও তার রক্তক্ষরণ না থামলে ওই চিকিৎসক কোনো পরামর্শ না দিয়ে নাদিরা কিছু সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে বলে আশ্বস্থ করেন। এরপর নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর হাসান জাগো নিউজকে জানান, পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ওই প্রসূতির মৃত্যু হয়েছে এবং তাকে হাসপাতালে মৃত নিয়ে আসা হয়েছিল।  

হাসান মামুন/এমজেড/আরআইপি