ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রায়পুরে চাঁদাবাজি ঠেকাতে আ.লীগের মাইকিং

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:২৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ঠেকাতে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে রায়পুর বাজারের বিভিন্ন গলিতে এ মাইকিং করা হয়।

দলের নামে কেউ ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদা দাবি করলে দলের সিনিয়র নেতাদের এবং প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

দলীয় সূত্র ও কয়েকজন ব্যবসায়ী জানান, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩-৪ দিন ধরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামে কয়েক ব্যক্তি রায়পুর শহরের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরমধ্যে একাধিক ব্যবসায়ী বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জানান।

রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ জাগো নিউজকে বলেন, দলের নামে চাঁদা চাওয়ার বিষয়টি একাধিক ব্যবসায়ী আমাদের জানিয়েছেন। এজন্য আমরা দলের সভা করে বাজারে মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছি। কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদা চাইলে দলীয় সিনিয়র নেতা ও পুলিশ প্রশাসনকে অবগত করতে বলা হয়েছে।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জাগো নিউজকে বলেন, চাঁদা দাবির বিষয়টি কেউ পুলিশকে জানাননি। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

কাজল কায়েস/এমজেড/আরআইপি