ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৯ জুলাই ২০২১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন।

সোমবার (১৯ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৯৪টি নমুনা পরীক্ষায় ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪ দশমিক ২১ শতাংশ। এদের মধ্যে সদরের ১০৩ জন, শাজাহানপুরের ২৫ জন, শিবগঞ্জের ১৫ জন, শেরপুরের ছয়জন, কাহালুরের ছয়জন, দুপচাঁচিয়ার ছয়জন, গাবতলীর ছয়জন, সারিয়াকান্দির চারজন, নন্দীগ্রামের তিনজন, আদমদীঘির দুজন এবং সোনাতলার একজন রয়েছেন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৭০ জন।

তিনি জানান, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৪ জন, জিন এক্সপার্ট মেশিনে ১১টি নমুনায় চারজন এবং এন্টিজেন পরীক্ষায় ১৭১টি নমুনায় ৪৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০টি নমুনায় ১৩ জনের করোনা পজিটিভ আসে।

জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬০৯ জন এবং ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ১২৩ জন চিকিৎসাধীন।

এসজে/জেআইএম