গাজীপুরে একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একইসময় জেলায় ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় ২৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এটিই জেলায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
রোববার (১৮ জুলাই) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এর আগে ৯ জুলাই ২৩৪ জন, ৭ জুলাই ২২০ জন, ৪ জুলাই ২১৯ জন এবং ১৪ জুলাই ২৫৬ জনের করোনা শনাক্ত হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে গাজীপুর সদরে ১০১ জন, কালীগঞ্জে ৩৫ জন, কালিয়াকৈরে ৩২ জন, কাপাসিয়ায় ২৫ জন ও শ্রীপুরে ৯১ জন রয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৬৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৮৫৭ জন, কালীগঞ্জে ১ হাজার ৭৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ৭০৪ জন, কাপাসিয়ায় ১ হাজার ৯০ জন ও শ্রীপুরে ১ হাজার ৯৫০ জন রয়েছেন।
এদিকে এ পর্যন্ত জেলায় করোনায় মোট মারা গেছেন ২৯৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৬৫৭ জন।
আমিনুল ইসলাম/এসএমএম/জেআইএম