ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাস: সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৮ জুলাই ২০২১

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রোববার (১৮ জুলাই) দুপুর পর্যন্ত জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় জেলার কালিগঞ্জের রামনগর গ্রামের মো. রেজাউল ইসলাম (৭২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এদিকে করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন, কালিগঞ্জের পাইকাড়া গ্রামের রোকেয়া খাতুন (৭০), একই উপজেলার মহৎপুর গ্রামের তারক আচর্য্য (৬৫), পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের রেজাউল ইসলাম (৪৮), পাটকেলঘাটা গ্রামের রাশিদা বেগম (৭০), আশাশুনি উপজেলা সদরের আবু তালেবের মেয়ে শম্পা (১৮), সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার লুৎফুন্নেছা বেগম (৭০), দেবহাটার কোড়া গ্রামের আব্দুল ওয়াহেদ (৬৫), শ্যামনগর সদর গ্রামের রুমানা খাতুন (৫০), তালা উপজেলার ইসলামকাটি গ্রামেররাখি পাল (৩১) ও একই উপজেলার আবমপাড়া গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে রজব আলী (৭০)।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজন ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট ৪৯৮টি নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ২৮ শতাংশ।

আহসানুর রহমান রাজীব/এসএমএম/জিকেএস