নালিতাবাড়ীতে গৃহপালিত পশুর টিকাদান কর্মসূচি
উপজেলা প্রাণি সম্পদ অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নালিতাবাড়ী এডিপির যৌথ উদ্যোগে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ৪ দিনব্যাপি গৃহপালিত পশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা হাজী আব্দুল খালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বেলতৈল সরকালরি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় এলাকার স্থানীয় জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে গরু, ছাগল ও মহিষ টিকাদান কেন্দ্রে নিয়ে আসেন এবং নিয়ে আনা গৃহপালিত পশুকে টিকা দেন।
চলতি মাসে (ডিসেম্বর) উপজেলার আরো ৩টি ইউনিয়নের (পোড়াগাঁও, কাকরকান্দি ও রূপনারায়নকুড়া) ৬টি কেন্দ্রে এই টিকা দান কর্মসূচি পালন করা হবে বলে জানান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নালিতাবাড়ী এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার বিনয় রংদী।
আরএস