ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ গরু নিয়ে ঢাকায় আসবে ক্যাটেল ট্রেন

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৭ জুলাই ২০২১

ঈদুল আজহায় স্বল্প খরচে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য চারটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়।

শনিবার (১৭ জুলাই) বিকেলে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ক্যাটেল ট্রেন ছেড়ে যাবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ।

তিনি বলেন, ‘কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে দুটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টা ৪৫মিনিটে ঢাকায় পৌঁছাবে।’

তিনি বলেন, ‘ট্রেনের একটি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে। চারটি ওয়াগনে ৮০টি গরু নিয়ে ঢাকায় আসবে একটি ক্যাটল ট্রেন।’

সোহান মাহমুদ/আরএইচ/এমএস